" /> নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করবে কানাডা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন

নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করবে কানাডা

732656 121

8 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

কানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তদন্তে একজন স্বাধীন বিশেষ তদন্তকারী নিয়োগ দেয়ার কথা সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

২০১৯ ও ২০২১ সালের ফেডারেল নির্বাচনে বেইজিং হস্তক্ষেপ করার চেষ্টা করেছে- অজ্ঞাত গোয়েন্দা সূত্রের উদ্ধৃতিতে ক্যানাডার গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পর এই ঘোষণা দিলেন ট্রুডো।

গত মাসে কানাডার ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছিল, চীন চেয়েছে ট্রুডোর লিবারেল পার্টি আবারো ক্ষমতায় আসুক। কারণ তারা মনে করে, কনজারভেটিভ পার্টি বেইজিংয়ের প্রতি কিছুটা শত্রু মনোভাবাপন্ন।

চীন এসব অভিযোগ অস্বীকার করে একে ‘মানহানিকর’ বলে আখ্যায়িত করেছে। এছাড়া কানাডার অভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে পড়ার কোনো আগ্রহ চীনের নেই বলেও জানিয়েছে।

অভিযোগ ওঠার পর কনজারভেটিভ পার্টি একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

ট্রুডো বলেন, ‘সব রাজনৈতিক নেতা একমত হয়েছিলেন যে ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনের ফলাফল বিদেশী হস্তক্ষেপ দ্বারা প্রভাবিত হয়নি। কিন্তু নির্বাচনের ফল পরিবর্তন না করলেও কোনো বিদেশী পক্ষের হস্তক্ষেপের চেষ্টা উদ্বেগজনক ও গুরুতর।’

একজন বিশেষ তদন্তকারী নিয়োগ দেয়া ছাড়াও ট্রুডো দু’টি কমিটি গঠন করেছেন।

কানাডার ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স কমিটি অব পার্লামেন্টারিয়ানস’ও অভিযোগ তদন্ত করে সংসদকে জানাবে।

সূত্র : ডয়চে ভেলে

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা