" /> চট্টগ্রামে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩

732628 152

4 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগরী ইপিজেড থানা নিউমুরিং রেলক্রসিংয়ে তেলবাহী ওয়াগন ট্রেনেকে ধাক্কা দিয়ে বাস উল্টে গেলে এক রেল কর্মীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেলের পয়েন্টস ম্যান আজিজুল হক (৩০), বাসচালক আসাদুজ্জামান (৩০) ও বাস চালকের সহকারী লিটন কান্তি দে (৩০)।

ইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কে মেঘনা অয়েল থেকে তেলবাহী ওয়াগন ট্রেন বেরিয়ে যাওযার রেলক্রসিংয়ের সামনে রেল ক্রসিং অতিক্রমকালে একই সময় যাত্রীবিহীন একটি বাস রেললাইনে উঠে গেলে বাসটি রেল ইঞ্জিনকে ধাক্কা দিয়ে উল্ট যায়।

এতে ঘটনাস্থলে রেলকর্মী নিহত এবং বাসের চালক ও সহকারী আহত হন। পরে তাদের দুজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে। এ ঘটনায় রেল ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি।
সূত্র : ইউএনবি

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা