" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন করা হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে। ইসলামাবাদ হাইকোর্টের চিপ জাস্টিস আমের ফারুক সেটা মঞ্জুর করেছেন।
আজ মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে ওই মামলার শুনানির করার কথা রয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না দিয়ে, মোটা দামে বিক্রি করার অভিযোগ ছিল ইমরানের বিরুদ্ধে। এজন্যই পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান। পরে তা খারিজ হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে হওয়া মামলার একাধিক শুনানিতে উপস্থিত হননি ৭০ বছর বয়সী পিটিআই নেতা। ওই অভিযোগেই ইমরানকে গ্রেফতার করতে রোববার ইসলামাবাদ থেকে লাহোরে ইমরানের জামান পার্কের বাড়িতে পৌঁছয় পুলিশ।
সূত্র : জিও নিউজ
এনডিটিভি,এসইই