" /> অসহায় ও দরিদ্র শতাধিক শিশুদের প্রতিকী জন্মদিন পালন – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

অসহায় ও দরিদ্র শতাধিক শিশুদের প্রতিকী জন্মদিন পালন

6c39efee 5cb0 4499 b4de ea7c1fe0d858

সুনামগঞ্জ প্রতিনিধি
ব্যাতিক্রম আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে অসহায় ও দরিদ্র শতাধিক শিশুদের
প্রতিকী জন্মদিন পালন করেছে ওয়ার্ল্ড ভিশন।

সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ গনমিলনায়তনে
উপজেলা ওয়ার্ল্ড ভিশনের এপি আয়োজনে জন্মদিন পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান
করুন সিন্ধু চৌধুরী বাবুল।

ed826830 afab 4331 9dd7 33ddeae7cbee

উপজেলা ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানাজার বিভু দান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত
চাকমা,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রেসক্লাব
সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সাংবাদিক বাবরুল হাসান বাবলু,যুগ্ম সাধারণ
সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,ওয়ার্ল্ড ভিশন সিলেট সিনিয়র ম্যানেজার কাজল
দ্রং,তাহিরপুর ওয়াল্ড ভিশন এপি ম্যানাজার বিভুদান বিশ্বাস।

অনুষ্ঠানে বাল্য বিবাহ বিষয়ে নাটক,গান উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের
রেজিস্ট্রার ও কমিউনিটি শিশুগন। উপস্থিত শিশুদের মধ্যে উপহার সামগ্রিক
দেয়া হয়।

মধ্য তাহিরপুর গ্রামের শিশু রাশি রায়,শ্রেয়া সরকার বলেন,এভাবে জন্মদিন
পালন করেনি কেউ। আমরা ওয়ার্ল্ড ভিশন কতৃক ব্যতিক্রমী জন্মদিনের আয়োজনে
অংশ গ্রহণ করে খুবেই খুশি। কেক কাটে,নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান
উপভোগ করেছি। জন্মদিনে অংশ গ্রহণকারী শিশু অনিক বর্মন,বিমল বর্মন,বিলটু
দাসসহ শতাধিক শিশু উপস্থিত সবাই ওয়ার্ল্ড ভিশনকে এই উৎসব মুখর পরিবেশের
আয়োজন করায় ধন্যবাদ জানায়।

তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানাজার বিভুদান বিশ্বাস জানান,ওয়াল্ড ভিশন
অসহায় ও দরিদ্র পরিবার নিয়ে কাজ করে। অনেক শিশুই আছে তারা জন্ম দিন কি
খুব কমেই জানে। সব শিশুকেই নিয়ে জন্মদিন পালন করা সম্ভব না তাই উপজেলা ৪
হাজার ৬ শত শিশুদের আমরা আনন্দ দেয়ার চেষ্টা করছি। আজ ১শত জন শিশুদের
মধ্যে উদ্বোধন করা হয়েছে। তবে তাদের কারো জন্মদিন আজ নয় প্রতিকী হিসাবে
পালন করেছি। শুধু আনন্দ দেয়ার জন্যই আমাদের এই চেষ্টা।
এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা