" /> সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা সফর করলেন মার্কিন শীর্ষ জেনারেল – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা সফর করলেন মার্কিন শীর্ষ জেনারেল

732385 183

এনডিটিভি অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ মার্ক মিলে উত্তর সিরিয়ার ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসী গ্রুপের নিয়ন্ত্রিত এলাকা সফর করেছেন। আনাদুলু অ্যাজেন্সি এ খবর পরিবেশন করেছে।

জয়েন্ট স্টাফ মুখপাত্র কর্নেল ডেভ বাটলার আনাদুলুকে বলেন, ‘জেনারেল মিলে আজ [রোববার] কমান্ডার ও সৈন্যদের সাথে সাক্ষাত করার জন্য উত্তর-পূর্ব সিরিয়া সফর করেছেন।’

তিনি আরো বলেন, ‘বৈঠকে তিনি আইএসবিরোধী সর্বশেষ তথ্য শোনেন, বাহিনীর নিরাপত্তা পরিদর্শন করেন, আল হুল উদ্বাস্তু শিবিরের প্রত্যাবাসন প্রয়াস মূল্যায়ন করেন।’

মার্কিন মিডিয়ার খবর অনুযায়ী, মিলের সাথে থাকা সাংবাদিকরা জানতে চান যে সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনাসদস্য মোতায়েন করা ঝুঁকিপূর্ণ কিনা। জবাবে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন, এটা গুরুত্বপূর্ণ, তবে জবাব হবে : হ্যাঁ।’

ওয়াইপিজি হলো পিকেকের সিরিয়ার সমর্থনপুষ্ট গ্রুপ। তুরস্ক এই গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে।

ওয়াইপিজির প্রতি মার্কিন সমর্থন নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা