" /> সরকারবিরোধী বিক্ষোভকারীরা সন্ত্রাসী, অবশ্যই জেলে ভরা হবে : নেতানিয়াহুর ছেলে – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০১:২২ অপরাহ্ন

সরকারবিরোধী বিক্ষোভকারীরা সন্ত্রাসী, অবশ্যই জেলে ভরা হবে : নেতানিয়াহুর ছেলে

732167 146

3 / 100

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু তার বাবার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া ইসরাইলি বিক্ষোভকারীদের ‌’সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে বলেছেন, তাদেরকে ‘অবশ্যই জেলে ভরা হবে।’

বৃহস্পতিবার মধ্য রাতের পরপরই টুইটার পোস্টে ইয়ায়ির নেতানিয়াহু বলেন, ‘তারা বিক্ষোভকারী নয়। তারা বিশৃঙ্খলাকারীও নয়। তারা সন্ত্রাসী।’

তিনি বলেন, ‘দুর্বৃত্ত এবং বদমাইশ বিলিয়নিয়ারদের অর্থায়নে সহিংস গোপন কার্যক্রম সামনে এসেছে। এমনকি সময় দেয়া হলেও শেষ পর্যন্ত তারা তাদের সকল অপরাধ বাস্তবায়ন করে ফেলবে।’

এরপর জেরুসালেম পোস্টে এক ফলো-আপ টুইটে ইয়াইর নেতানিয়াহু বলেন, ‘ইউরোপিয়ান আলোকজ্জ্বল বামপন্থীরা তাদের বদলে যাওয়ার কাজ শেষ করে এখন তাদের ফিলিস্তিনি বর্বর ভাইদের জমজে পরিণত হয়েছে।’

নেতানিয়াহুর ছেলে আরো বলেন, ‘আজ কোনো ডানপন্থী ব্যক্তির তেল আবিবে প্রবেশ করাটা রামাল্লায় কিপ্পাহ পরে কোনো ইহুদির প্রবেশের মতো হয়ে গেছে। সৌভাগ্যবশত, এটি প্রহার করার মধ্য দিয়ে শেষ হয়নি।’

সূত্র : মিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা