" /> মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় আহত রহিম'কে এয়ার টিকেট হস্তান্তর করেন রাষ্ট্রদূত। – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:১০ অপরাহ্ন

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় আহত রহিম’কে এয়ার টিকেট হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

bec9a5cc bbba 4d22 a561 452c18ed57da

এনডিটিভি অনলাইন ডেস্ক

মালদ্বীপ প্রবাসী ডেস্ক:-

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশী কর্মী রহিম’কে দেশে ফিরে উন্নত চিকিৎসা নেওয়ার নিমিত্তে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ সময় হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গে, প্রবাসী বাংলাদেশী রহিম মালদ্বীপের পার্শ্ববর্তী হুলোমালে শহরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন ও পায়ে গুরুতর আঘাত পান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার, মির্জাপুর উপজেলায়। তিনি আগামীকাল ৭’ই মার্চ বাংলাদেশে ফিরে যাবেন।
এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা