" /> বিসিবি’র সিদ্ধান্তের প্রত্যাহারে দাবীতে কাফনের কাপড় গায়ে অনশনে যুবক – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

বিসিবি’র সিদ্ধান্তের প্রত্যাহারে দাবীতে কাফনের কাপড় গায়ে অনশনে যুবক

4442fc45 e6b0 4ae0 9893 1e3976673c93

এনডিটিভি অনলাইন ডেস্ক
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)’র নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশন শুরু করছেন হুমায়ন আহম্মেদ রুমেল (৪০) নামের এক যুবক।
রবিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের সাতমাথায় এ অনশন শুরু করেন তিনি। সে বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে। এছাড়াও ওই যুবক চ্যানেল বগুড়া নামে ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে যাচ্ছে।
অনশনে যাওয়া হুমায়ন আহম্মেদ রুমেল বলেন, জন্মের পর থেকে অনেক সরকার দেখেছি। কিন্তু কোনো সরকারকেই বগুড়ার কাঙ্খিত উন্নয়ন করতে দেখিনি। বগুড়ার উন্নয়ন নিয়ে বিমাতা সূলভ আচরণ করে আসছে। যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা দেশের অন্যান্য জেলার তুলনায় বগুড়া অনেক পিছিয়ে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা না হলেও একটা আশার জায়গা ছিলো। স্টেডিয়াম লাইফ সাপোর্টে ছিলো। খেলা হচ্ছিল না তারপরও শান্তনা ছিলো বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এখনো টিকে আছে। একদিন না একদিন খেলায় ফিরবে এ আশায় আমরা বুক বেঁধে ছিলাম। কিন্তু যখন বিসিবি এখান থেকে কর্মকর্তাদের প্রত্যাহার করলো, যন্ত্রপাতি সরিয়ে নিলো, এমনকি মাঠের সীমানার দড়ি পর্যন্ত নিয়ে গেলো তখন মনে হলো আমাদের গর্বের জায়গা আর কিছুই থাকলো না।’
হুমায়ন আহম্মেদ রুমেল আরো বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে অনশনের মাধ্যমে অনেক কিছুই বাস্তবায়ন করা হয়েছে। মূলত সে লক্ষ্যে আমার এ অনশন। তবে সরকার দাবি না মানা পর্যন্ত আমি আমরণ অনশন করেই যাবো।’
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে ১৭জন স্টাফসহ সকল মালামাল সরিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা