" /> বিএসএমএমইউর রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের আবেশন অনুষ্ঠিত : স্মার্ট ফিজিশিয়ান্স হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন

বিএসএমএমইউর রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের আবেশন অনুষ্ঠিত : স্মার্ট ফিজিশিয়ান্স হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান

d8b36c55 4636 4bd7 92cc 4aeab18bd3e9

8 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রাম (আবেশন) অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে সমগ্র দেশের মেডিকেল শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জণের অভিপ্রায়ে মার্চ ২০২৩ সেশনে ভর্তিকৃত রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন (আবেশন অনুষ্ঠান) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষদের বিদেশী ছাত্রছাত্রীসহ মেডিকেল শিক্ষার্থীরা, সম্মানিত ডিনেরা, কোর্স পরিচালকেরা, বিএসএমএমইউর অধিভুক্ত কলেজের প্রধানের, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ ইনডাকশন প্রোগ্রামে অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে বিদেশী শিক্ষার্থীসহ সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদ, মেডিসিন অনুষদ, ডেন্টাল অনুষদ এবং শিশু অনুষদের এক হাজার ২৮৫ জন শিক্ষার্থী আবেশিত হন। শিক্ষার্থীবৃন্দ সকলেই এমবিবিএস ডিগ্রী অর্জনকারী সম্মানিত চিকিৎসকবৃন্দ।

ইনডাকশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নবাগত রেসিডেন্টদের শপথ বাক্য পাঠ করান বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। ইনডাকশন বক্তা ছিলেন ইমেরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা) একেএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান। নিজ নিজ অনুষদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সার্জারি অনুষদের ডিন মোহাম্মদ হোসেন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন শিরিন তরফদার, মেডিসিন অনুষদের ডিন মাসুদা বেগম, শিশু অনুষদের ডিন রণজিত রঞ্জন রায়, ডেন্টাল অনুষদের ডিন মোহাম্মদ আলী আসগর মোড়ল।

গুরুত্বপূর্ণ এই ইনডাকশন প্রোগ্রামে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ নবাগত রেসিডেন্টদের উদ্দেশ্যে বলেন, জীবনে সততা, নৈতিকতাকে ধারণ করে ডিসিপ্লিন মেনে চলতে হবে, তবেই সফলতা আসবে। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনসমূহ তুলে ধরেন এবং নবাগত রেসিডেন্ট চিকিৎসকদের সুদক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

ইনডাকশন বক্তা ইমেরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে প্রযুক্তিকে অবশ্যই ব্যবহার করতে হবে, তবে আমরা যেনো সম্পূর্ণরূপে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে না যাই। রোগী দেখার ক্ষেত্রে ক্লিনিক্যাল জাসমেন্টেকেও গুরুত্ব দিতে হবে। মানুষ যাতে সাশ্রয়ীমূল্যে হয়রানিমুক্তভাবে সর্বাধুনিক নিরাপদ স্বাস্থ্যসেবা পান তা নিশ্চিত করতে হবে। তাছাড়া জীবনে লোভকে অবশ্যই সংবরণ করতে হবে। আরো বেশি করে সততার সাথে জীবনযাপনে মনোযোগী হতে হবে।

বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা) একেএম মোশাররফ হোসেন বলেন, জ্ঞান বৃদ্ধি, দক্ষতা অর্জন ও উৎকর্ষ সাধনে রেসিডেন্সী প্রোগ্রামের বিকল্প নাই। তিনি তাঁর বক্তব্যে নবাগত রেসিডেন্টগণকে স্মার্ট ফিজিশিয়ান্স হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসএমএমইউর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তাপাদার। এছাড়াও অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষেরা, নবাগত রেসিডেন্টগণ বক্তব্য রাখেন।
ঢাকাটাইমস/০৫ মার্চ/এএ

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা