" />
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টারে “ল্যাঙ্গুয়েজ ক্লাব” পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
এই সময় তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদেরকে ইংরেজি ভাষা শেখায় উৎসাহিত ও অনুপ্রাণিত করেন।
তিনি শনিবার(৪ মার্চ)সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এই সেন্টার পরিদর্শন করেছেন।
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী,বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শিল্পা রানী মদক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ল্যাঙ্গুয়েজ ক্লাবের নির্বাহী পরিচালক জনাব মশিউর রহমান,পরিচালক নুরুল আলম সাগর,জাহাঙ্গীর আলম,এমদাদুল হক মিলন।