" />
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী লোক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(৩ মার্চ) বিকালে উপজেলার উজানধল গ্রামের মাঠে শাহ্ আবদুল করিম পরিষদের আয়োজনে ৩-৪ মার্চ উৎসবের উদ্বোধন করেন
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় শাহ্ আবদুল করিম পরিষদের নেতৃবৃন্ধসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন সহ শাহ্ আব্দুল করিমের বক্তগন উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন এ উৎসবে। আলোচনা সভার মধ্যদিয়ে উৎসব শুরু হয়।
সন্ধ্যায় আলোচনা সভা শেষে শাহ আব্দুল করিমের ভক্তদের অংশগ্রহণে শুরু হয় লোকগান ও স্মৃতিচারণ অনুষ্ঠান।
উৎসবের দু’দিনই রাতভর শাহ আব্দুল করিম রচিত আধ্যাত্মিক, মরমী ও সারি গান পরিবেশন করবেন স্থানীয় বাউলশিল্পীরা।
আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল জানান,শাহ আব্দুল করিম পরিষদ ও গ্রামবাসীর উদ্যোগেই উৎসব করছি। সবাই যেন নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারে তার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।