" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ দেয়া হয়েছে শামিম পাটোয়ারীকে। কোনো ম্যাচ না খেলিয়েই বাদ দেয়া হয়েছে তাকে। যদিও তার পরিবর্তে অন্য কাউকে দলে যোগ করা হয়নি। ফলে ফের স্কোয়াড হয়ে গেল ১৪ জনের।
অবশ্য সিরিজ শুরুর আগে ১৪ জনকে রেখেই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ছিলেন না শামিম পাটোয়ারী। তাকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেও খেলে বাংলাদেশ।
এরপর তড়িঘড়ি করে দলে যোগ করা হয় শামিমকে, ১৫তম সদস্য হিসেবে দলভুক্ত হন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডের অংশ হন তিনি। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, অতিরিক্ত ফিল্ডার সঙ্কটের কারণেই শামিমকে দলে নেয়া।
কিন্তু এক ম্যাচেই মিটে গেল শামিমের প্রয়োজন। দ্বিতীয় ওয়ানডের পরই তাকে বাদ দেয়া হয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য ঘোষিত দলে নেই শামিম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৬ মার্চ হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়ে শামিমকে ছাড়াই মাঠে নামবে তামিম বাহিনী।
তৃতীয় ওয়ানডে দলের সদস্যরা হলেন :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
এনডিটিভি,এসইই