" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
ঢাকা গুলশানের নিকেতনের এক বাসায় এসি বিস্ফোরণে দু’জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন গোপাল মল্লিক (২৮) ও মিজান (২০)।
সকাল ৭টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে ফায়ার সার্ভিস-কর্মীরা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, এসি বিস্ফোরণের দগ্ধ দু’জনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গোপাল মল্লিকের অবস্থা আশঙ্কাজনক।
গোপাল মল্লিকের পারিবারিক সূত্রে জানা গেছে, তার তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তিনি নিকেতনে চাকরি করতেন।
এনডিটিভি,এসইই