" /> তাসকিনের আঘাতে সুন্দর সূচনা বাংলাদেশের – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন

তাসকিনের আঘাতে সুন্দর সূচনা বাংলাদেশের

731705 118

এনডিটিভি অনলাইন ডেস্ক

মিরপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম সাফল্য পেয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ এখন ১২তম ওভারে ১ উইকেটে ৫১ রান।

টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের সপ্তম ওভারে দলীয় ২৫ রানে তাসকিন আহমেদের বলে ফিরে যান ফিল সল্ট। ইংলিশ এই ওপেনার করেন ৭ রান।

ব্যক্তিগত প্রথম ওভার করতে এসেই কাঁপন ধরিয়ে দিয়েছিলেন তাসকিন। জেসন রয় আউটসাইড-এজড হয়েছিলেন, সেটি গেছে একমাত্র স্লিপের নাগালের বাইরে দিয়েই। ভালোই অস্বস্তিতে ফেলেছেন রয়কে। দ্বিতীয় ওভার করতে এসে ভালো বোলিংয়ের পুরস্কার পেয়ে গেলেন টাইগার স্পিডস্টার।

তাসকিনের করা অফ স্ট্যাম্পের বল সল্টের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ক্যাচ উঠলে সেই ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। তিনে ব্যাট করতে নেমেছেন ডেভিড মালান। সঙ্গে রয়েছেন জেসন রয়।

প্রথম পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪০ রান।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, সাকিব মাহমুদ, আদিল রশিদ, স্যাম কারান, মার্ক উড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা