" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
অর্ধশতকের দেখা পাওয়ার পরই বিদায় নিয়েছেন সাকিব আল হাসান। মাত্র ৫৯ বলে অর্ধশতক ছোঁয়া সাকিব বিদায় নেন ৬৯ বলে ৫৮ রান করে।
এর আগে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওয়ানডে ক্যারিয়ারের নিজের ৫১তম পঞ্চাশ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
সাকিবের অর্ধশতকে ভর করে ইংল্যান্ড বধের স্বপ্ন দেখা শুরু করে বাংলাদেশ। কিন্তু তিনি আউট হবার পর যা ফিকে হয়ে এসেছে। তার পরে আরো তিনজন ব্যাটার সাজঘরে ফিরেছেন।
এখন ব্যাট করছেন তাসকিন ও তাইজুল। দলের সংগ্রহ ৮ উইকেটে ১৮৯ রান। ওভার ৪২.২।
এনডিটিভি,এসইই