" /> স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়' শীর্ষক মতবিনিময় সভা সুনামগঞ্জে অনুষ্ঠিত – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা সুনামগঞ্জে অনুষ্ঠিত

00aecdba 20bb 400d b15f a08287b05a6b

সুনামগঞ্জ প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ মার্চ)সকাল সাড়ে ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্ব ও জেলা তথ্য অফিস সুনামগঞ্জের উপপরিচালক (রুঃদাঃ) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব আলম,জেলা ত্রাণ ও পুণর্বাসন অফিসার মোঃ শফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,যুবক যুবতী,সাংবাদিক বিভিন্ন শ্রেনী পেশার লোকের উপস্থিতি ছিলেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ বিষয়ে ধারণাপত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন। ধারণাপত্রে স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ এবং স্মার্ট অর্থনীতির ব্যাপারে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়াও ধারণাপত্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করা হয়। বিশেষ সংযোজন হিসেবে আগামীর স্মার্ট বাংলাদেশ কেমন হবে এই সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে স্মার্টলি কাজ করতে হবে এবং এর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ বলতে স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ,স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ গড়ে তোলাকে বুঝান। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রুপান্তর হবে। তাই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যুবকদেরকেসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নের স্বার্থে এগিয়ে এসে কাজ করার আহবান জানান।
তিনি সুনামগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্য বদ্ধ ভাবে প্রচেষ্টা ও সহযোগিতা করলে যে কোনো কঠিন কাজ সহজ হবে। দেশ উন্নয়ন হবে। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের মধ্যে পার্থক্য তিনি সুনির্দিষ্টভাবে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা