" /> সড়কে পড়ে ছিল ২ মোটরসাইকেল আরোহীর লাশ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সড়কে পড়ে ছিল ২ মোটরসাইকেল আরোহীর লাশ

731485 19


এনডিটিভি অনলাইন ডেস্কঃ

যশোর জেলার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৬) এবং একই এলাকার আলী মোড়লের ছেলে রাকিব মোড়ল (২৫)। এ সময় আহত হয়েছেন আরো একজন।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজ এলাকায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদ ও রাকিবের লাশ উদ্ধার করে। গুরুতর আহত একজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মাসুদের বড় ভাই রিপন হোসেন জানান, তার ভাই এবং রাকিব মোটরসাইকেলের মালামাল কিনতে বুধবার বিকেলে যশোরে গিয়েছিল। রাতে মোটরসাইকেলযোগে যশোর থেকে চুকনগর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের লাশ এবং এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা