" />
চলতি মার্চ মাসে তরল প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ৬ টাকা ৩১ পয়সা কমিয়েছে সরকার। ৫ শতাংশ কমানোর পর নতুন দর অনুযায়ী ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারে ভোক্তার সাশ্রয় হবে প্রায় ৭৬ টাকা।
বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিজ্ঞপ্তির মাধ্যমে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করে, যা এদিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৬৫২ টাকা, ১২ কেজি ১৪২২ টাকা ১৫ কেজি ১৭৭৮ টাকা, ১৬ কেজি ১৮৯৭ টাকা, ১৮ কেজি ২১৩৪ টাকা, ২০ কেজি ২৩৭১ টাকা, ২২ কেজি ২৬০৮ টাকা, ২৫ কেজি ২৯৬৪ টাকা, ৩০ কেজি ৩৫৫৭ টাকা, ৩৩ কেজি ৩৯১২ টাকা, ৩৫ কেজি ৪১৫০ টাকা এবং ৪৫ কেজির দাম ৫৩৩৪ টাকা ঠিক করা হয়েছে।
আগের মাসে ২১ শতাংশ দাম বাড়ানোর পর এবার ৫ শতাংশ কমানো হয়েছে। ফেব্রুয়ারিতে প্রতিকেজি এলপিজির দাম ছিল ১২৪ টাকা ৮৫ পয়সা। মার্চে ৫ শতাংশ বা ৬ টাকা ৩১ পয়সা কমে গিয়ে ১১৮ টাকা ৫৪ পয়সা হয়েছে।
যদিও গত কয়েক মাস ধরে সরবরাহ সংকটের কথা বলে সরকার নির্ধারিত ঘোষণা আমলে নিচ্ছে না বেসরকারি কোম্পানিগুলো।
ফেব্রুয়ারিতে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারে সর্বোচ্চ খুচরা মূল্য ১৪৯৮ টাকা নির্ধারণ করলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়। মার্চ মাসে এসে ১২ কেজি ওজনের ওই সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে ১৪২২ টাকা।
এদিকে মার্চে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে প্রতিলিটার ৬২ টাকা ২২ পয়সা, যা আগের মাসে ছিল ৬৯ টাকা ৭১ পয়সা ছিল।