" /> বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন

বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের

image 81108 1677764767

5 / 100

ঢাকা, ২ মার্চ, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার দেশে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা নিশ্চিত করছে। সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা দিচ্ছে।’
আজ বুধবার সৌদি আরবে সৌদি বিনিয়োগ মন্ত্রী ইঞ্জিনিয়ার খালিদ আল-ফালিহের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা বলেন।
বৈঠকে সালমান ভিশন ২০৩০-এর অধীনে সৌদি আরবের সাম্প্রতিক অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।
আগামীতে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সৌদি বিনিয়োগমন্ত্রী বাংলাদেশের জন্য সৌদি আরবের অব্যাহত সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
পরে সালমান এফ রহমান সৌদি শিল্প উন্নয়ন তহবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রিন্স সুলতান বিন খালিদ আল সৌদের সঙ্গে সাক্ষাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা