" /> গঙ্গাচড়ায় ভোটার দিবস, প্রাণিসম্পদ প্রদর্শনী ও যুব প্রশিক্ষণের উদ্বোধন – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:০১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় ভোটার দিবস, প্রাণিসম্পদ প্রদর্শনী ও যুব প্রশিক্ষণের উদ্বোধন

7d45dcfa 4eac 4bca 8d3a 764d8893185d

রংপুর ব্যুরো
রংপুরের গঙ্গাচড়ায় পৃথকভাবে বিভিন্ন দপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস, প্রাণিসম্পদ প্রদর্শনী, ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ ও নলকূপ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। এছাড়া ‘স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনীর ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের অধীনে নলকুপ বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার যুবক-যুবতীদের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্বে বক্তব্য রখেন উপজেলা নির্বাচন অফিসার আইনুল হক, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন, উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোসাদেকুর রহমান,য্বু উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান, উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী সারাবান তহুরা। এছাড়াও বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপের কন্যা মালিহা তাবাসসুম জুঁই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস প্রমূখ। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপের প্রতিনিধি ও জেলা পরিষদ সদস্য মমিনুর ইসলাম, জেলার জাপা নেতা খতিবর রহমানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারিগণ, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, খামারি নানা পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা