" /> ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও আক্ষেপ শান্তর – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও আক্ষেপ শান্তর

731487 164

8 / 100

এনডিটিভি অনলাইন ডেস্কঃ

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দলের ব্যর্থতায় বৃথা গেছে তার ৫৮ রানের ইনিংস। তবে শুধু দলের ব্যর্থতা নয়, নিজের ব্যর্থতাকেও দায়ী করছেন তিনি। পুড়ছেন বড় ইনিংস না খেলতে পারার আক্ষেপে। তার আফসোস আরো বাড়িয়ে দিয়েছে ডেভিড মালানের শতক, যাতে ভর করে ম্যাচটা জিতে নেয় ইংলিশরা।

এর আগে গত কয়েক বছরে শান্ত যতবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন, শুনতে হয়েছে নানা বিদ্রুপ আর কটুক্তি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের একাদশে ঠাঁই পেলেও বিপিএলে ভালো করায় অনেকটাই রেহাই পেয়েছিলেন বিদ্রুপ থেকে। অবশ্য এইদিন ব্যাট হাতে ব্যর্থ হলে আবারো সমালোচিত হতেন। তবে সেই সুযোগ দেননি শান্ত। ব্যাট হাতে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে অর্ধশতক। তবে দলকে জেতাতে পারেননি। যে আক্ষেপ ছিল তার সংবাদ সম্মেলনেও।

সরাসরিই বললেন, ‘আজকের ম্যাচেও আমার অনেক ভুল ছিল। আমি যদি ইনিংস বড় করতে পারতাম, তাহলে হয়ত আমরা ২৪০-৫০ রান করতে পারতাম। তবে হ্যাঁ, ভালো একটা ইনিংস হয়েছে। এটা আমাকে সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে।’

এই দিন লম্বা ইনিংস খেলতে পারেননি শান্ত ছাড়াও আরো অনেকে। বিশেষ করে তামিম ও মাহমুদুল্লাহ ভালো শুরু পেয়েও শেষটা রাঙাতে পারেননি। তবে নিজেদের লম্বা ইনিংস খেলার সামর্থ্য আছে বলে দাবি করেছেন শান্ত।

তিনি বলেছেন, ‘আজকে হয়তো লম্বা করতে পারেনি। কিন্তু অতীতে আমাদের ব্যাটাররা ইনিংস বড় করে ম্যাচ জিতিয়েছে। এমন না যে আমাদের ব্যাটাররা ইনিংস লম্বা করতে পারে না। অতীতে যদি দেখেন অবশ্যই অনেকের ভালো ভালো ইনিংস আছে, যারা আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। আজকে হয়নি, আশা করব সামনে যিনি এমন ইনিংস খেলবেন বড় ইনিংস খেলার চেষ্টা করবেন।’

বিপিএলের ছন্দই কি জাতীয় দলে নিয়ে এসেছেন? এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘মাত্র একটা ম্যাচ রান করলাম। এখনই আমার মনে হয় এটা বলা ঠিক হবে না যে অনেক কিছু শিখে গেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা