" />
সফরকারী ইংল্যান্ডকে মাত্র ২১০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তবে ছোট এই টার্গেট যে খুব সহজেই ইংলিশরা পার হয়ে যাবেন- সে সুযোগ দিতে চাইছেন না টাইগাররা। প্রথম ওভারের পঞ্চম বলে জেসন রয়কে তামিমের ক্যাচ বানিয়ে সেই বার্তাই যেন দিলেন সাকিব।
গত কিছুদিন ধরেই ক্রিকেট মহলে দুইজনকে জড়িয়ে কতো আলোচনা, কতো সমালোচনা। কতো জনে বলেছে কতো কথা, তবে তামিম ইকবাল জানিয়েছিলেন, খেলতে নামলে বাইরের দূরত্ব মাঠে বাধা হয় না। শতভাগ দিয়েই খেলেন তারা।
প্রথম ওভারে প্রতিপক্ষের উইকেট প্রাপ্তি যেন সে কথারই প্রমাণ। ম্যাচে যদিও দুজনের একসাথে ব্যাটিং করার সুযোগ হয়নি, তবে ২১০ রানের লক্ষ্য দিয়ে ফিল্ডিংয়ে নেমে দুজনে জুটি গড়ে ফিরিয়েছেন ইংলিশ ওপেনার রয়কে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার ২ বলে ইংল্যান্ডের রান ৭/১)।