" /> নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন : আহমেদ তিনুবুকে বিজয়ী ঘোষণা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন : আহমেদ তিনুবুকে বিজয়ী ঘোষণা

731263 117

4 / 100

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা আহমেদ তিনুবুকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। অবশ্য বিরোধী দলগুলো এই ফলাফল প্রত্যাখ্যান করেছে।

এই বিজয়ের মাধ্যমে আফ্রিকার সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক দেশটির প্রেসিডেন্ট হওয়ার তিনুবুর দীর্ঘ দিনের স্বপ্ন সত্য হলো।

লাগোসের সাবেক গভর্নর তিনুবু ৮৮ লাখ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে পিপলস প্রগ্রেসিভস কংগ্রেস (এপিসি) প্রার্থী আতিকু আবুবকর ৬৯ লাখ, লেবার পার্টির পিটার ওবি ৬১ লাখ ভোট পান।

জয়ের পর আহমেদ তিনুবু বলেন, এটি একটি বিশাল ম্যান্ডেট। আমি এই রায় গ্রহণ করেছি।

রাজনৈতিক ‘গডফাদার’ হিসেবে পরিচিত বোলা আহমেদ তিনুবু কৌশলগত চতুর ও প্রভাবশালী প্রার্থী। তিনি নাইজেরিয়ার প্রেসিডেন্ট হওয়ার উচ্চাভিলাষ কখনো গোপন করেননি।

নাইজেরিয়ার ইরোবা ভাষাভাষী দক্ষিণ-পশ্চিমের অধিবাসী আহমেদ তিনুবুর বয়স ৭০ বছর। তিনি মুসলিম। তিনি যুক্তরাষ্ট্রে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে শিক্ষাগ্রহণ করেছিলেন, বেশ কয়েকটি মার্কিন কোম্পানির সাথে কাজ করেছেন। অত্যন্ত ধনী এই রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।
সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা