" /> তুলে নেওয়া ১৬৯ প্রতিষ্ঠানে আবার ফ্লোর প্রাইস ফিরিয়ে এনেছে বিএসইসি – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন

তুলে নেওয়া ১৬৯ প্রতিষ্ঠানে আবার ফ্লোর প্রাইস ফিরিয়ে এনেছে বিএসইসি

BSEC e1677678159892

8 / 100

ফ্লোর প্রাইস (দাম কমার সর্বনিম্ন সীমা) তুলে নেওয়া ১৬৯ প্রতিষ্ঠানে আবার ফ্লোর প্রাইস ফিরিয়ে এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১ মার্চ) বিএসইসি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়ছে।

লেনদেন খরা প্রকট হলে শেয়ারবাজারে গতি ফেরাতে গত ২১ ডিসেম্বর এ ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। সেই সঙ্গে একদিনে দাম কমার সর্বনিম্ন সীমা এক শতাংশ নির্ধারণ করা হয়। তবে তিন মাস না যেতেই এখন আবার প্রতিষ্ঠানগুলোত ফ্লোর প্রাইস দেওয়া হলো।

এ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

১৬৯ প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস ফিরিয়ে আনার কারণ জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্টেকহোল্ডার এবং বিনিয়োগকারীদের একটি অংশের দাবি ছিল, হয় সব প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেওয়া অথবা সব প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস দেওয়া। তাই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নিয়ম চালু করার লক্ষ্যে ফ্লোর প্রাইস তুলে নেওয়া ১৬৯ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবার ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে।

এর আগে শেয়ারবাজারে ভয়বহ দরপতন দেখা দিলে গত বছরের ২৮ জুলাই প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস (দাম কমার সর্বনিম্ন সীমা) বেঁধে দেয় বিএসইসি। এতে শেয়ারবাজারে দরপতন কিছুটা কমলেও দেখা দেয় লেনদেন খরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা