" /> আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে মিলবে ম্যাচের টিকেট – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে মিলবে ম্যাচের টিকেট

730815 122

প্রতিটি সিরিজের আগে টিকেট যেন হয়ে ওঠে সোনার হরিণ। একটা টিকিটের জন্য কত হাহাকার, কত অপেক্ষা, কতো যন্ত্রণা সহ্য করা। প্রিয় ক্রিকেটার আর সমর্থকদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় টিকেট। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মেলে না সেই টিকেট। পাওয়া গেলেও বাধা হয়ে দাঁড়ায় চড়ামূল্য। এ অবস্থায থেকে বের হয়ে আসার উদ্যোগ নিয়েছে বিসিবি, অনলাইনে টিকিট বিক্রয় করবে তারা।

সোমবার বিষয়টি নিশ্চিত করে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকেই অনলাইনে মিলবে টিকেট।

সুজনের ভাষ্যে, অনলাইনে টিকিট পাওয়া গেলে মানুষের জন্য কিছুটা সহজ হবে। অনলাইন ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল প্লাটফর্ম। কিন্তু আমরা এবারও পারিনি। চেষ্টা করবো আয়ারল্যান্ড সিরিজ থেকে করার জন্য।

আগে থেকে কেন করা যায়নি তাও জানালেন সুজন, দাবি করলেন স্পন্সরদের জন্যই বিষয়টা নিয়ে আরো আগেই কাজ করতে পারেনি বিসিবি। তিনি বলেন, খুব একটা জটিল প্রসেস না। কিন্তু কিছু স্পন্সর ও কমার্শিয়াল বিষয় থাকে- এসব আমরা বের করতে পারিনি বলে এবার হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা