" /> বিএনপিকে প্রতিহত করতে হবে : কাদের – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন

বিএনপিকে প্রতিহত করতে হবে : কাদের

730321 135

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে প্রতিহত করতে হবে। এরা স্বাধীনতার শত্রু। জয় বাংলার শত্রু, ১৬ ডিসেম্বরের শত্রু। এরা ক্ষমতায় আসলে জয় বাংলা নিষিদ্ধ হবে। ৭ মার্চ নিষিদ্ধ হবে।

    শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হলো অগ্নিসন্ত্রাসের মূল হোতা। তাদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না।’

    তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে। রাজাকারদের স্বাধীনতা, একুশে পদক দেবে। নারীদের অবস্থা হবে আফগানিস্তানের মতো। ইউনিভার্সিটিতে পড়া হবে না। নারীদের চাকরি হবে না। বোরকা পরে ঘরের কোনায় বসে থাকতে হবে। কারণ বিএনপি যাদের সাথে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়।’

    তিনি আরো বলেন, বিএনপি এখন পদযাত্রায় নেমেছে। তাদের পতনের যাত্রা শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। কারণ পদ্মা সেতুর কথা শুনলে, পদ্মা সেতু দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। মেট্রোরেল দেখলে তাদের জ্বলে। ঘরে ঘরে বিদ্যুৎ দেখলে তাদের জ্বালা করে। তারা অন্তরজ্বালায় ভুগছে।

    কাদের বলেন, আপনারা প্রস্তুত আছেন। খেলা হবে। খেলা হবে আন্দোলনে। নির্বাচনেও হবে। নৌকা চলবে ভাসিয়া, ভোট দেবেন হাসিয়া। সবাই তৈরি হয়ে যান। আন্দোলনের খেলায় তারা পারবে না। তারা হেরে গেছে। নির্বাচনে না আসলে তাদের অস্তিত্ব টিকবে না।


    আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    ফেসবুকে আমরা