" />
বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা মামলার চূড়ান্ত রায় চলতি বছরের মধ্যেই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আশা প্রকাশ করেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে মাহবুব উল আলম হানিফ শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এসময় তিনি বলেন, ‘পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মামলার চূড়ান্ত রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করি এ বছরের মধ্যেই এ হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।’
আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতেই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলেও মনে করেন তিনি।