" /> এবার ইসরাইলি বিমানের জন্য আকাশপথ খুলে দিলো ওমান – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

এবার ইসরাইলি বিমানের জন্য আকাশপথ খুলে দিলো ওমান

730066 129

সৌদি আরবকে অনুসরণ করে এবার ইসরাইলি বিমানের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছে ওমান। দেশটির পার্লামেন্ট মাত্র দু’মাসেরও কম সময় আগে ইসরাইলকে বয়কট সম্প্রসারণের পক্ষে ভোট দেয়া সত্ত্বেও এ সিদ্ধান্ত নিলো।

বৃহস্পতিবার টুইটারে সালতানাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‌’উড্ডয়নের সকল শর্ত পূরণকারী যেকোনো দেশের বিমান’ ওমানের আকাশপথ ব্যবহার করতে পারবে।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৪৪ সালের শিকাগো কনভেনশন বাস্তবায়ন করার প্রয়াসে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই কনভেনশনে আন্তর্জাতিক বিমান চলাচলে বেসামরিক বিমানের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন ওমানের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ইসরাইলি অর্থনীতি এবং ইসরাইলি পর্যটকদের জন্য এটি একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।’

উল্লেখ্য, প্রায় ছয় মাস আগে সৌদি আরব সকল বিমানের জন্য তার আকাশপথ খুলে দেয়। এর ফলে ইসরাইলি বিমানগুলো সৌদি আরবের ওপর দিয়ে সংযুক্ত আরব আমিরাত যেতে পারে। ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। তবে ওমানের আকাশপথ উন্মুক্ত না থাকায় কিছু সমস্যা হচ্ছিল ইসরাইলি বিমানের জন্য।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, সৌদি আরব ও ওমানের ওপর দিয়ে নতুন করিডোরটির ফলে এশিয়ার অনেক গন্তব্যে যাওয়ার জন্য আগের চেয়ে অনেক কম সময় লাগবে।

ওমানের এই সিদ্ধান্তের ফলে আল আই ও আরকিয়ার মতো ইসরাইলি এয়ারলাইন্সগুলো উপকৃত হবে। তারা ভারত, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আরো বেশি সরাসরি ফ্লাইট পাঠাতে পারবে।

উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের মুম্বাইয়ে যাতায়াতে আগে যেখানে সাড়ে সাত ঘণ্টা লাগত, এখন লাগবে মাত্র পাঁচ ঘণ্টা।

সূত্র : মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা