" /> ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারে রাশিয়ার প্রতি আহ্বান জাতিসঙ্ঘের – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:১১ অপরাহ্ন

ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারে রাশিয়ার প্রতি আহ্বান জাতিসঙ্ঘের

730067 176

3 / 100

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার এবং যুদ্ধ অবসানের জন্য ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাস করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্তির প্রেক্ষাপটে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

প্রস্তাবে ইউক্রেনের স্বাধীনতা এবং ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন আবারো ব্যক্ত করে ‘ব্যাপকভিত্তিক, ন্যায়সঙ্গত ও স্থায়ী’ শান্তির আহ্বান জানিয়ে বলা হয়, এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বাড়বে।

প্রস্তাবের পক্ষে ১৪১টি দেশ ভোট দেয়। ৩২টি দেশ ভোটদানে বিরত থাকে। রাশিয়াসহ সাতটি দেশ এর বিপক্ষে ভোট দেয়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

তিনি ভোটাভুটির পর নিউ ইয়র্ক সিটিতে সাংবাদিকদের বলেন, ‘এর প্রভাব খুবই সুস্পষ্ট। এতে আমাদের অবস্থান দেখা যাচ্ছে। এই প্রস্তাবের কোনো প্রভাব না থাকলে এটি প্রতিরোধ করতে রাশিয়া প্রবলভাবে চেষ্টা করত না। এটা রাজনীতি।

এর আগে গত অক্টোবরে ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা করে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবে ভোট হয়েছিল। তাতে ১৪৩টি দেশ পক্ষে ভোট দিয়েছিল। ৩৫টি দেশ ভোট দানে বিরত ছিল। আর রাশিয়াসহ পাঁচটি দেশ বিপক্ষে ভোট দিয়েছিল।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা