" /> সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহিলা মহাজোট ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েতকে পুর্ণবহালের দাবি – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহিলা মহাজোট ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েতকে পুর্ণবহালের দাবি

WhatsApp Image 2023 02 22 at 18.59.42 min

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েতকে পুর্ণবহালের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হিন্দু মহিলা মহাজোটের সভাপতি অ্যাডভোটেক লাকী বাছার এ দাবি করেন।


সংবাদ সম্মেনে লিখিত বক্তব্যে সভাপতি বলেন, আমার সংগঠন হিন্দু অসহায় সুবিধা ও অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করা। তারই ধারাবাহিকতায় শ্রী শ্রী ঢাকেশ^রী জাতীয় মন্দিরের সেবায়েতের প্রতি অবিচার ও অসম্মান দেখে আমরা হতাস হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃস্টি আকর্ষন ও হস্তক্ষেপ পেতে সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, শ্রী শ্রী ঢাকেশ^রী জাতীয় মন্দির সৃষ্টিলগ্ন থেকে বিশেষ করে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় যে সেবায়েত মন্দির্টি আগলে রেখেছিলেন, আজ সেই সেবায়েতকে অধিকার হতে বঞ্চিত করা হয়েছে। ঢাকেশ^রী মন্দিরের সিএস রেকর্ড থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত জমি সংক্রান্ত সেবায়েত থাকা সত্ত্বেও বঞ্চিত। ১৯৯০ সালে ঢাকেশ^রী মন্দিরে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ হলে বর্তমান প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন কালে সেবায়েত মমতারানী দাসকে জড়িয়ে ধরে আশ^াস দিয়ে ছিলেন, যে তাদের অধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামাত সরকারের সময়য়ে মন্দির মেরামতের নামে তাদেরকে কয়েক দিনের জন্য বাহিরে থাকার জন্য বর্তমান মন্দির দখলদারা বলেন। কিন্তু এরপর তারা বাহিরে থাকলেও এখনো তাদেরকে পর্নবহাল করা হচ্ছে না।
উচ্চ আদালতে দুর্নীতি সংক্রান্ত রুল আদেশ চলমান থাকা অবস্থায় সরকারি প্রায় অর্ধশত কোটি টাকার বাজেটে মন্দির উন্নয়নের নামে মন্দিরের অভ্যান্তরে বাণিজ্যিক ভবন নির্মান করে মন্দিরকে বাণিজ্য কেন্দ্র বানানোর প্রক্রিয়া চরমান থাকলেও সেবায়েত এর মতামত ও সিদ্ধান্ত নেওয়া হয়নি।


সংবাদ সম্মেলনে মমতারানী বলেন, বর্তমান মন্দির উন্নয়ন ও পুঁজা উদযাপন কমিটি অবৈধ। তাদের কমিটি বাতিল করার দাবি জানান তিনি।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোম্বামী, প্রতিবা বাগিচা মহিলা মহাজোটের সদস্য পার্বতী রানী দাস, চিত্রাদত্ত, জাতীয় হিন্দু মহাজোটের দপ্তর সম্পাদক কল্যান মন্ডল, সিনিয়র যুগ্ম মহাসচিব, পল্টন দাসসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা