" /> মস্কোয় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন

মস্কোয় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

729609 181

    রাশিয়ায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের বন্দরে রাশিয়ান জাহাজ প্রবেশে বাধা দেয়ার সিদ্ধান্তের জেরে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূতকে তলব করা হয়।

    মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার মালিকানাধীন বেশিরভাগ জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এমনকি নিষেধাজ্ঞাগুলো সবাইকে মেনে চলার জন্য নির্দেশ দেয় পশ্চিমারা।

    এ মাসের শুরুতে রাশিয়ার কয়েক ডজন জাহাজ নিষিদ্ধ করে বাংলাদেশ। এসব জাহাজ পশ্চিমাদের নিষেধাজ্ঞার আওতায় ছিল। এ কারণে বাংলাদেশের জলসীমায় এমন জাহাজ প্রবেশ করতে দেয়া হয়নি।

    এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে এটি সঙ্গতিপূর্ণ নয়। এবং এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।’

    রয়টার্স বলছে, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থা রোসাটম বর্তমানে বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এ কেন্দ্রটির ২০২৪ সালে কার্যক্রম শুরুর কথা রয়েছে। মস্কোর প্রতি ঢাকা অনুরোধ করেছে, এই বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম সরবরাহের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো জাহাজ যেন ব্যবহার করা না হয়। যন্ত্রাংশ নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজে পাঠাতে অনুরোধ করেছে বাংলাদেশ।


    আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    ফেসবুকে আমরা