" /> ‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনো নিশ্চিত হয়নি’ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনো নিশ্চিত হয়নি’

729389 132

ঢাকা বিশ্ববিদ্যায়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবদুর রব বলেছেন, ‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি এলে আমরা আবেগতাড়িত হই, পাঞ্জাবি-পায়জামা পরে বাঙালি সাঁজি, এসব ভণ্ডামি। ভণ্ডামি মুক্ত হয়ে আমাদের সমৃদ্ধ ভাষা বাংলাকে মর্যাদার আসনে বসাতে হবে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল একাডেমি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও আল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রফেসর ড. আবদুর রব বলেন, ‘বাংলাদেশের বাংলা ভাষার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এ বৈশিষ্ট্যের সাথে জড়িয়ে আছে ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতি; যা পশ্চিমবঙ্গের বাংলা থেকে আলাদা। কিন্তু আমাদের গর্ব বাংলা ভাষা ও সাহিত্য আজ আগ্রাসনের শিকার। এ আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশ কালচারাল একাডেমির মতো সংগঠন আন্তরিকতার সাথে কাজ করছে। এদেশের তরুণদের মাঝে বিশুদ্ধ বাংলা ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রসারে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।’

বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়েজীদ মাহমুদ। কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহীম বাহারীর সঞ্চালনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেন কবি ও গবেষক নাসির হেলাল, কবি শহীদ সিরাজী, কবি ও গীতিকার আমিনুল ইসলাম এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক হারুন ইবনে শাহাদাত প্রমুখ।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন উস্তাদ তাফাজ্জল হোসাইন খান, গীতিকার, সুরকার ও শিল্পী লিটন হাফিজ চৌধুরী, প্রিন্সিপাল সালাউদ্দিন সুমন, আকরাম মুজাহিদ ও হাসনাত আব্দুল কাদের। কবিতা আবৃত্তি করেন মুস্তাগিছুর রহমান মুস্তাক।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ভাষা শহীদসহ স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবনদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বলেন, ‘একুশ মানে মাথা উঁচু করে বেঁচে থাকার শপথ নেয়ার দিন। অন্যায়-অনাচারের বিরুদ্ধে গর্জে ওঠার শপথের দিন। বাংলাদেশ কালচারাল একাডেমি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালনে অবিচল আছে এবং থাকবে।’

ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে দেশের সকল সচেতন কবি-সাহিত্যিক ও শিল্পীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সভাপতি আবেদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা