" /> ভাষা শহীদদের প্রতি বিএনপি’র শ্রদ্ধা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন

ভাষা শহীদদের প্রতি বিএনপি’র শ্রদ্ধা

729386 173

7 / 100

মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার সকালে আজিমপুর কবরস্থানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই শ্রদ্ধা জানান।

শহীদ শফিউর রহমান, শহীদ আবুল বরকত ও শহীদ আবদুল জব্বারের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন্নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপি নেতা রফিক সিকদার, নাজিম উদ্দিন আলম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ উপস্থিত রয়েছেন।

আজিমপুরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা