" />
নিজস্ব প্রতিবেদক: একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন আইজিপি। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আইজিপির সাথে উপস্থিত ছিলেন।
এছাড়াও ২০২৩ সালে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, গবেষক ড. রনজিত সিংহ, ভারতের ড. মাহেন্দ্র কুমার মিশ্র এবং কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন।