" />
রংপুর ব্যুরোঃ তিন স্তরের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে ভাবগম্ভীর পরিবেশে মহান একুশে ফ্রেরুয়ারী পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ , রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সকল স্তরের হাজার হাজার মানুষ পুস্তস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে।
রংপুর সিটি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় প্রশাসন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদের নেতৃত্বে বিভাগীয় পুলিশ প্রশাসন জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার ফেরদৌস আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাদের নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ , জাতীয় পার্টি, বিএনপি, সিপিবি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।