" />
বগুড়া প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু প্রথম ১২৭ টি ফ্রিজিয়ান ষাঁড় আমদানি করেন। এর মাধ্যমে দেশে গবাদিপশুর কৃত্রিম প্রজননের পথ সুগম হয়েছে। এখন দেশের আমিষ ও দুধের জন্য আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করতে হয় না।
২০ ফেব্রুয়ারি সোমবার বিকাল তিনটায় বগুড়া শেরপুরে দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্সে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার ভিত্তি স্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ।
মন্ত্রী আরও বলেন, অতীতে আমরা মাংসের জন্য ভারতের উপর নিভর্রশীল ছিলাম। বর্তমান সরকারের পদক্ষেপের কারণে এখন আমরা মাংস ও দুধে স্বয়ংসম্পূর্ণ। বগুড়ার শেরপুরে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাবের উদ্বোধনের মাধ্যমে তা আরো শক্তিশালী ভিত্তি লাভ করল।
তিনি বলেন, এখানে সরকারি দুগ্ধ খামার হতে প্রাপ্ত সম্ভাবনাময় ৫০ ষাঁড় বাছুর, ৩০টি বাড়ন্ত ষাঁড় বাছুর ও ২০টি কেন্ডিডেন্ট প্রজনন ষাঁড় লালন-পালনের ব্যবস্থা রয়েছে। এখান থেকে নির্বাচিত কেন্ডিডেন্ট প্রজনন ষাঁড়গুলো পরবর্তীতে সিমেন সংগ্রহ ও কৃত্রিম প্রজনন কাজে ব্যবহারের জন্য পূর্ণাঙ্গ বুল স্টেশনগুলোতে প্রেরণ করা হবে।
প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ, অতিরিক্ত সচিব ডা. এটিএম মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের পরিচালক ডা. আনন্দ কুৃমার অধিকারি, প্রানী সম্প্রসারন অধিদপ্তরের পরিচালক ডা. শাহিনুর আলম, প্রাণী সম্পদ অধিদপ্তর রাজশাহী এর পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু। শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. রায়হানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শেরপুর দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের উপ-পরিচালক ইসমাইল হোসেন পসহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন “কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন” প্রকল্পের আওতায়সারা দেশে আধুনিক মানের “বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব” স্থাপন করা হয়েছে। বগুড়ার শেরপুরে দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের ৫ একর জায়গার উপরে এটি স্থাপন করা হয়।