" /> আফগানিস্তানে বিদেশী বাহিনীর ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তালেবান – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:৪১ অপরাহ্ন

আফগানিস্তানে বিদেশী বাহিনীর ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তালেবান

729179 199.jpg

7 / 100

আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী বাহিনীর ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘাঁটিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়।

আনাদোলু অ্যাজেন্সি এই খবর জানিয়েছি।

দেশটির অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ অর্থনৈতিক কমিশনের সাথে বৈঠকের সময় এই সিদ্ধান্ত নেন।

রোববার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় একের পর এক টুইট বার্তায় এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ‘ধারবাহিক আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ধীরে ধীরে বিদেশী বাহিনীর ওই সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিবে, যাতে সেগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা যায়।’

মন্ত্রণালয় আরো জানায়, ‘এছাড়াও সিদ্ধান্ত হয়েছে যে রেলওয়ে কর্তৃপক্ষ এবং জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে দুটি পৃথক কমিটি প্রকল্পগুলো চিহ্নিত করবে এবং ফলাফল অর্থনৈতিক কমিশনে জমা দেবে।’

সূত্র : মিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা