" /> সুনামগঞ্জে দিনব্যাপী মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দিনব্যাপী মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Screenshot 2023 02 19 17 35 10 54 965bbf4d18d205f782c6b8409c5773a4 min

9 / 100

সুনামগঞ্জ প্রতিনিধি: “বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে দিনব্যাপী মৎস্য বিভাগের সাথে পাতিলওয়ালার জন্য উন্নত মাছের পোনা পরিবহণ এবং মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্বম্ভরপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও সূচনা কর্মসূচির সহযোগীতায় বিশ্বম্ভরপুর উপজেলার হল রুমে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Screenshot 2023 02 19 17 23 32 70 965bbf4d18d205f782c6b8409c5773a4 min

প্রশিক্ষণে বক্তব্য রাখেন, সিলেট মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো.আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল,বিশ্বম্ভরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক মন্ডল, সূচনা ওয়ার্ল্ডফিস চীফ অফ পার্টি ডা:শাহেদা রহমান,ডেপুটি প্রোগাম ডিরেক্টর মো.আলী রেজা, প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার সরকার, ফিশারি ডেভেলমেন্ট অফিসার পঙ্কজ কুন্ডু, মো.হাবিবুর রহমান, প্রজেক্ট কোর্ডিনেটর দাহিম আল রহমান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, শাহিনুল হাসান, বিপ্লব তালুকদার, রঝন পাল প্রমুখ। প্রশিক্ষণে বিশ্বম্ভরপুর উপজেলার ২০ জন পাতিলওয়ালা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা