" />
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৭৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামীকাল ২০ ফেব্রুয়ারী সারাদেশে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্টিত হবে।
রবিবার (১৯ফেব্রুয়ারী) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী, ডিপুটি সিভিল সার্জন ডা.এম এম নয়ন সালা উদ্দিন, মেডিকেল অফিসার ডা. থোয়াই অং চিং মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমূখ।