" />
রংপুর ব্যুরোঃ তেল চাল ডাল গ্যাস বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ১০ দফা দাবি আদায় সহ খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে রংপুর নগরী মহানর বিএনপির উদ্যেগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পদযাত্রা শেষে নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত পদযাত্রায় বিএনপির যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন সরকারের ইন্ধনে নিত্যপ্রয়োজনীয় জিনিষ পত্রের দাম সকাল দুপুর বিকেলে বৃদ্ধি করা হচ্ছে । আওয়ামী লীগ গনতন্ত্র কবর দিয়ে ভোট চুরি করে ক্ষমতায় আছে। তাদের গালাগালি করতে বিএনপির লাখ মাইক দিয়েও শেষ করা যাবে না। বিএনপি এসব কথা বলে তাদের সভা সমাবেশ করতে দেয়না। কেন তাদের এত ভয় তাদের পায়ের তলায় মাটি নেই তাই তাদের ক্ষমতা হারানোর আতংক দেখা দিয়েছে।
তিনি বলেন সকল কর্মসূচি শান্তিপুর্ন ভাবে ধৈয্যের সাথে মোকাবেলা করছি বিএনপি। সন্ত্রাসে বিশ্বাস করেনা বিএনপি মারখেতে জানে এর আগে ঢাকায় বিএনপি সমাবেশ করতে গিয়ে তাদের উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। তার পরেও আমরা কোন উস্কানীতে পা দেই নাই। এ সরকারকে জনগন আর দেখতে চায়না । সে জন্য বিএনপি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন আদায় করে ছাড়বো।
রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক , জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে নগরীর মাহিগঞ্জ সাতমাথা থেকে বিএনপির পদযাত্রা শুরু হয় দুই কিলোমিটার সড়ক পায়ে হেটে পদযাত্রাটি নগরীর শাপলা চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।