" /> বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে চর্ম রোগের চিকিৎসায় লেজার সেন্টার চালু করা হবে: উপাচার্য – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন

বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে চর্ম রোগের চিকিৎসায় লেজার সেন্টার চালু করা হবে: উপাচার্য

WhatsApp Image 2023 02 18 at 16.51.25 min

8 / 100

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, চর্ম রোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ লেজার সেন্টার চালু করা হবে।

সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউর যে সকল বিভাগ এখনও ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাদের জেগে উঠতে হবে। বিএসএমএমইউর সব ধরণের রোগ নির্ণয় ও চিকিৎসার সর্বাধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।


শনিবার বিএসএমএমইউর আইএনএম অডিটোরিয়ামেচর্ম ও যৌন রোগ বিভাগ আয়োজিত ‘লেজার: ডার্মাটোলজিক্যাল পারসপেক্টিভ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিএসএমএমইউর উপাচার্য বলেন, বিএসএমএমইউয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ যা যা করণীয় তার সবকিছুই করা হবে। জাতির পিতার নামে এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে গড়ে তোলা হবে যাতে করে কোনো রোগীকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়।


মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ইতোমধ্যে সাধারণ জরুরি বিভাগ চালু করা হয়েছে। সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করা হয়েছে। জোড়া শিশুকে আলাদা করার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। দেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। বেতার ভবনে সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেইজ-২ বাস্তবায়ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। রোবটিক সার্জারি চালুর কার্যক্রম অনেক দূর এগিয়েছে। বিএসএমএমইউর প্রতিটি বিভাগে নিত্যনতুন সংযোজন কার্যক্রম অব্যাহত রয়েছে। গবেষণা কার্যক্রম অতীতের যেকোনো সময়ের তুলনায় জোরদার করা হয়েছে। গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে ভিসি এওয়ার্ড চালু করা হয়েছে। এসবের একটাই লক্ষ্য মানুষ যাতে রোগ প্রতিরোধের বিষয়ে সচেতন হয়, উপায় খুঁজে পায় এবং দেশের রোগীরা যাতে দেশেই স্বল্পমূল্যে সর্বাধুনিক চিকিৎসাসেবা পায়।


বিএসএমএমইউর আইএনএম অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ চর্ম ও যৌন বিভাগের বিভাগের চেয়ারম্যান মো. কামরুল হাসান জায়গীরদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা