" /> কুমার অরবিন্দের ‘রক্তমাখা ভাত’ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন

কুমার অরবিন্দের ‘রক্তমাখা ভাত’

678678678

8 / 100

এনডিটিভি ডেস্কঃ অমর একুশে গ্রন্থমেলায় আসছে তরুণ কথাসাহিত্যিক কুমার অরবিন্দের চতুর্থ গল্পগ্রন্থ ‘রক্তমাখা ভাত’। বইটি প্রকাশ করছে ইন্তামিন প্রকাশন। বইটির বিনিময় মূল্য ২০০টাকা।


বইটির প্রকাশক এএসএম ইউনুছ বলেন, ‘রক্তমাখা ভাত’ গল্পগ্রন্থের গল্পগুলো এই সময়ের, এই সমাজেরই বিম্বিত রূপ ধারণ করেছে। গল্পকার কুমার অরবিন্দ মানুষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সমাজ-মন্থনে তিনি গল্প তুলে আনেন। এবং প্রাঞ্জল ভাষায় যথোচিত শব্দ-সহযোগে চরিত্রের অবয়ব দান করেন। ফলে তাঁর গল্পের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে। এর আগেও এই গল্পকারের ‘অসমাপ্ত বিকেল’ ও ‘বাবা এবং অন্যান্য গল্প’ নামে দুটি গল্পগ্রন্থ আমি প্রকাশ করি। কুমার অরবিন্দ এই সময়ের প্রতিশ্রতিশীল লেখকদের একজন।


‘রক্তমাখা ভাত’ গল্পের বইটি নিয়ে লেখক কুমার অরবিন্দ বলেন, প্রত্যেক মানুষের জীবনই অসংখ্য গল্পের সমষ্টি। জীবন ছেঁকে গল্প তুলে আনাই একজন গল্পকারের কাজ। আমি এই কঠিন কাজটি করার চেষ্টা করেছি মাত্র।
বইটির নাম ‘রক্তমাখা ভাত’ কেন? এ সম্পর্কে লেখক বলেন, নানা কারণে শুধু আমরা নই পুরো পৃথিবী একটা অস্থির সময় অতিবাহিত করছে। সেই অস্থিরতা আছড়ে পড়েছে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যেও। ফলে মানুষের জীবন-জীবিকা, মন-মানসিকতা, আঁচার-ব্যবহারে পরিবর্তন এসেছে। চেনা মানুষগুলো অচেনা হতে শুরু করেছে। প্রাত্যহিক জীবনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সম্পর্কের পালাবদলের সঙ্গে সঙ্গে সাদা ভাতও কখনো কখনো রক্তাক্ত হয়ে ওঠে।


মধ্যরাতের মেয়ে, রক্তমাখা ভাত, কারবারি, একটি রাত এবং…, ভাস্কর, মরণবীজ, না-পাগল না-মানুষ, নির্জন দুপুরের অসমাপ্ত পান্ডুলিপি-সহ মোট বারটি গল্প রয়েছে। লেখক জানিয়েছেন, বাস্তবতা ও কল্পনার সংমিশ্রণে গল্পগুলোর অবয়ব গঠিত হয়েছে। গল্পগুলো পাঠক পছন্দ করবেন বলে তিনি বিশ্বাস করেন।
‘রক্তমাখা ভাত’ বইটি পাওয়া যাবে একুশে গ্রন্থমেলায় ইন্তামিন প্রকাশনে, স্টল নম্বর: ২৫৯-২৬০-২৬১।
লেখকের প্রকাশিত উপন্যাস: ভাগের জীবন (ইন্তামিন প্রকাশন), বেকারবেলার বিরহ (ইন্তামিন প্রকাশন), ভ‚তের সেলফি (ইন্তামিন প্রকাশন)।


প্রকাশিত গল্পগ্রন্থ: সে রাতে চাঁদ ছিল না (কালি কলম প্রকাশন), অসমাপ্ত বিকেল (ইন্তামিন প্রকাশন), বাবা এবং অন্যান্য গল্প (ইন্তামিন প্রকাশন) ও রক্তমাখা ভাত (ইন্তামিন প্রকাশন)।


প্রচারিত টেলিভিশন নাটক: সমাধান (এনটিভি), তালাকনামা (বৈশাখী টিভি), প্রতীক্ষায় পূর্ণতা (টেলিফিল্ম, এটিএন বাংলা), রং (চ্যানেল নাইন), বউ হবে প্রতিবেশী ( চ্যানেল নাইন), নির্মাতা ও নাটক (ধারাবাহিক, চ্যানেল নাইন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা