" /> ২৬০ ঘণ্টা পর উদ্ধার হলো এক শিশু – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন

২৬০ ঘণ্টা পর উদ্ধার হলো এক শিশু

728486 132

7 / 100

তুরস্কে ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর একটি শিশুকে উদ্ধার করেছে তুর্কি উদ্ধারকর্মী দল। শুক্রবার দেশটির হাতাই প্রদেশের একটি ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার করা শিশুর নাম উসমান হালবিয়াহ। সে হাতাই প্রদেশের আকিনচি জেলার অধিবাসী।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দিন কোজা আলি এক টুইট বার্তায় লেখেন, তুরস্কে দীর্ঘ প্রচেষ্টায় ২৬০ ঘণ্টা পর উসমান নামের একটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শিশুটি এখন হাতাইয়ের মুস্তফা কামাল মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।

এ সময় শিশুটির সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়ে তিনি লেখেন, আমরা সব সময় উসমানকে আপনজনের মতোই সঙ্গ দেব।

এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোয়াইলু খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি উদ্ধারকর্মীদের মুখে ঘটনার পূর্ণ বিবরণ শোনেন। পরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উদ্ধারকাজে আপনাদের এ আন্তরিকতা আমাদের ভীষণ অভিভূত করেছে। আমরা আপনাদের এ আন্তরিকতাকে স্বাগত জানাই। আপনাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।

সূত্র : আলজাজিরা মুবাশির, আনাদোলু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা