" /> তুরস্ক-সিরিয়াকে ৭০ মিলিয়ন ডলার সহায়তা দিলো কাতার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:১০ অপরাহ্ন

তুরস্ক-সিরিয়াকে ৭০ মিলিয়ন ডলার সহায়তা দিলো কাতার

728498 115

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়াকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আনসারি এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

মাজেদ আনসারি বলেন, তুরস্ক ও সিরিয়াকে এ পর্যন্ত ৭০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে কাতার। এক্ষেত্রে উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্তদের অধিক প্রয়োজনকে প্রাধান্য দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা সহায়তার জন্য ‘আওন ও সনদ’ নামে একটি ফান্ড গঠন করেছি। এতে এক রাতেই ১৬৮ মিলিয়ন রিয়াল জমা হয়েছে। যার ৫০ মিলিয়নই দিয়েছেন কাতারের আমির নিজে।

আনসারি আরো বলেন, কাতার এ পর্যন্ত দুই দেশে ৩০টি এয়ারলিফট ফ্লাইট পাঠিয়েছে। যাতে চিকিৎসা, অন্যান্য মানবিক সহায়তা ও ৬০০ টন খাদ্য ছিল।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তুরস্কে এ পর্যন্ত ৬৫০টি আবাসন ইউনিট পাঠানো হয়েছে। সেগুলো যত দ্রুত সম্ভব, সংশ্লিষ্ট স্থানে পৌঁছানো হবে।

সিরিয়ানদের সহায়তার ব্যাপারে তিনি বলেন, কাতারের সহযোগিতা ফান্ড থেকে সিরিয়ার সিভিল ডিফেন্সের (হোয়াইট হেলমেট) কার্যক্রমে সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু এলাকায় আমাদেরকে লজিস্টিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে।

উল্লেখ্য, ভূমিকম্পের শুরু থেকেই কাতার এ দুদেশে নানা ধরনের সহায়তা পাঠিয়ে আসছে।

সূত্র : আলজাজিরা মুবাশির ও আনাদোলু অ্যাজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা