" />
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আপন খালাতো ভাই আব্দুল হারুনের(২৩)লাঠি ও অস্ত্রের আঘাতে আব্দুল হাদী নামে ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হাদী(২৮)লাকমা গ্রামের(চাকমা হাটি গ্রামের)বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আক্কল আলীর ছেলে। নিহতের ২০দিন বয়সী এক ছেলে রয়েছে,এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার ভোর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এরপূর্বে বুধবার (১৫ই ফেব্রুয়ারী)রাত ৭টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন টেকেরঘাট এর লাকমা নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকা লাকমা নতুন বাজার এলাকায় বুধবার রাত ৭টার সময় আব্দুল হারুন(২৩) তার খালাতো ভাই আব্দুল হাদীর(২৮) সাথে সীমান্ত এলাকায় কয়লার ঘাট নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে লাঠি,দেশীর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আব্দুল হারুন ও তার সহযোগিরা লাঠি ও দেশীর অস্ত্রসস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হয় আব্দুল হাদী। এসময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে আজ বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু বরণ করে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালঘাট গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল মিয়া।
স্থানীয় বাসিন্দা ও নিহতের বোন জামাই শান্তু মিয়া জানান,আপন খালাতো ভাইয়ের লাঠি ও দায়ের আঘাতে আব্দুল হাদী নামের একজনের মৃত্যু হয়েছে। এখনও লাশ সিলেট হাসপাতালে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আমরা মামলা করব না তাই ময়নাতদন্ত ছাড়াই বাড়ি নিয়ে যেতে চাই।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান,এই বিষয় এখনও ভাল করে জানা হয়নি। খোঁজ খবর নিচ্ছি।