" /> সুনামগঞ্জে আগুনে পুড়ে ৫ টি দোকান ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জে আগুনে পুড়ে ৫ টি দোকান ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

IMG 20230215 WA0017 min

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে তেলের গুদামসহ ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর বাজারের ডাক বাংলা সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে হঠাৎ করে আগুন লেগে যায় জগন্নাথপুর বাজারে থাকা একটি তুলার দোকানে
সেখান থেকে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে এতে প্রায় ৫ টি দোকানে আনুমানিক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তুলার দোকানে কি ভাবে আগুন লাগলও তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। আগুনের খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
পুড়ে যাওয়া তেলের গোডাউনের মালিক প্রদীপ জানান, আমার গোডাউনের তেল সহ যে সকল মুদি মাল ছিল সব কিছু আগুনে পুড়ে গেছে। কিভাবে আগুন লাগলও কিছুই বুঝতে পারছি না। বাজারের ৫ টি দোকান পুড়ে ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।

আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, জগন্নাথপুর বাজারের ডাক বাংলা সড়কে আগুন লেগে ৫টি দোকান পুড়ে গেছে। তবে কি ভাবে আগুন লেগেছে সেটা এখন বলা সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা