" /> বিশ্বের সবচেয়ে দামি ও রাজকীয় লাদুম ভেড়া – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে দামি ও রাজকীয় লাদুম ভেড়া

ladum sheep e1676557098268

শুনতে অবাক শোনালেও বাস্তবতা এটাই যে বিশালাকার,দেখতেও রাজকীয় ভেড়াগুলোর নাম লাদুম ভেড়া। ভেড়ার কথা মনে হলেই পশমের কথা মাথায় আসে। কারণ ভেড়া পালনের অন্যতম কারণ এর পশম। তবে জানলে অবাক হবেন সেনেগালে এক বিশেষ ধরনের ভেড়ার মালিক হলে আপনি সেখানে রাজকীয় বনে যেতে পারবেন। কারণ এখানে ভেড়ার সৌন্দর্য নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

সেনেগালে সাধারণত ছোট আকারের মেটে রঙের ভেড়া পাওয়া যায়, যেগুলোকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী ঈদুল ফিতরের উৎসবে কোরবানি করা হয়। 

কিন্তু চেরকাউই লাদুম ভেড়া অনেক দামী এবং রাজকীয়। ধনী সেনেগালিজরা প্রায়ই এই ভেড়ার মালিক হওয়ার জন্য প্রায় ১০ হাজার মার্কিন ডলার খরচ করে, কখনো কখনো এর চেয়ে বেশিও করে ফেলে। ভেড়াগুলোর দাম নির্ভর করে এর আকার, ওজন, শিংগুলোর আকার, দুইটি শিং কতটুকু সমান, মুখের বক্ররেখা এবং অণ্ডকোষের আকার অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে। জানা যায় সত্তরের দশকে মৌরিতানিয়ান এবং মালিয়ান জাতের সংকরায়নের মাধ্যমে এই ভেড়ার উৎপত্তি হয়। দেখতে সুন্দর, লম্বা, বিশেষ ধরনের মুখের সঙ্গে বাঁকা শিংগুলোর জন্য লাদুম বেশ পরিচিত। প্রায় ৪ ফুট পর্যন্ত এই ভেড়া লম্বা হয়ে থাকে। এই বিশেষ ভেড়ার চাহিদা দিনদিন বেড়েই চলেছে। 

দেশটিতে প্রতি বছর ভেড়া নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা সেনেগালিজ টেলিভিশনে প্রচারিত হয়। বিজয়ী ব্যক্তি ভেড়ার খাবার এবং নগদ পুরস্কার পান, একইসঙ্গে তাদের ভেড়াগুলোর দামও বেড়ে যায়, যদি তারা এটি পরবর্তীতে অন্য কোথাও বিক্রি করার সিদ্ধান্ত নেন। তবে এখনো পর্যন্ত একটি ভেড়া রেকর্ড ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে, টাকার হিসাবে যার মূল্য প্রায় আশি লাখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা