" /> সাড়ে ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রুপালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন

সাড়ে ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রুপালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Untitled design 16

8 / 100

নিজস্ব প্রতিবেদক: সাড়ে ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রুপালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা (দ্বিতীয় কর্মকর্তা) বাহাউদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর-০২। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে তরুন কান্তি ঘোষকে নিয়োগ করেছে দুদক।


দুদকের একটি সূত্র জানায়, রুপালী ব্যাংক লিমিটেডের মহিলা শাখা বয়রা খুলনার জ্যেষ্ঠ কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ কৌশলে ওই শাখার কর্মকর্তাদের আইডি ব্যবহার করে প্রতারণা, জাল জালিয়াতি ও অপরাধজনক অসদাচারণ, বিশ্বাসভঙ্গ ও অসাধুভাবে ক্ষমতার অপব্যবহার করে সাড়ে ৮৯ লাখ টাকা আত্মসাত করেছেন।


দুদক বলছে, বাহাউদ্দিন আহমেদ রুপালী ব্যাংকের বয়রা মহিলা শাখায় দায়িত্বশীল পদে কর্মরত থাকা অবস্থায় গত ২০২২ সালের ১১ অক্টোবর ধেকে ৩০ অক্টোবরের মধ্যে মোট সাতটি লেনদেনের মাধ্যমে ৮৫ লাখ টাকার বিবিধ দেনাদার থেকে ইচ্ছাকৃতভাবে উত্তোলন করেন। যা ৩১ অক্টোবর ইন্ট্রারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে ৭১ লাখ টাকা ও চলতি হিসাব নম্বর: ৬১২২০২০০০০০৬৩ থেকে ১৪ লাখ টাকা নিয়ে বিবিধ দেনাদার সমন্বয় করেছে। পরবর্তীতে ওই বছরের ৭ নভেম্বর ও ৯ নভেম্বর ইন্ট্রারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে যথাক্রমে নয় লাখ টাকা এবং সাড়ে নয় লাখ টাকা মোট সাড়ে ১৮ লাখ টাকাসহ মোট সাড়ে ৮৯ লাখ টাকা প্রতারণা, জাল জালিয়াতি ও অপরাধজনক অসদাচারণ, বিশ্বাসভঙ্গ ও অসাধুভাবে ক্ষমতার অপব্যবহার করে আত্মসাত করেছে।


দুদকের ওই সূত্রটি বলছে, এছাড়াও চালানে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার হিসাব গড়মিল করেছেন বাহাউদ্দিন আহমেদ। তিনি ওই লেনদেনে ব্যাংকের একই শাখায় কর্মরত কর্মকর্তা মাসুকা নাসরিন (রেজি. নম্বর: ১৬২৪২) এবং ব্যবস্থাপক জ্যোতি প্রভা রায়ের (রেজি. নম্বর: ১৩৮৭১) আইডি কৌশলে অনৈতিক ও জালিয়াতিপূর্ণভাবে ব্যবহার করে তাদের অজ্ঞাতে সমূদয় টাকা আত্মসাত করেছেন। তদন্তে এই অপরাধের সাথে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


বাহাউদ্দিন আহমেদ খুলনা জেলার খালিশপুর থানার বয়রা মধ্যপালপাড়ার ১০৩/০২ নম্বর বাড়ির মো: আলাউদ্দিন আহমেদের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা