" />
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং থানার হত্যা চেষ্টার মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমানতকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
মঙ্গলবার রাত আটটার দিকে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে লৌহজং থানার হত্যা চেষ্টার মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমানততে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আমানতের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আমানত তার অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালে মুন্সিগঞ্জের লৌহজং থানায় একটি হত্যা চেষ্টার মামলা হয়। ওই মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদন্ডের রায় দেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত আমানত মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মশদগঞ্জ গ্রামের মো. আব্দুল জব্বার খাঁর ছেলে।