" /> করোনায় আক্রান্ত দুই লাখ ৫৮ হাজার, মৃত ৯১৫ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত দুই লাখ ৫৮ হাজার, মৃত ৯১৫

728013 151

7 / 100

    মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৫৮ হাজার ১৪১ জন। মারা গেছে ৯১৫ জন।

    গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। মারা গিয়েছিল এক হাজার ৪৭ জন।

    ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৯ লাখ চার হাজার ৩০৭ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৮৪ হাজার ৩৬৫ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি চার লাখ ৮০ হাজার ৫৫৩ জন।

    এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪৮ লাখ তিন হাজার ১৫১ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৪০ হাজার ৪০১ জন।

    তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ২৭৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৫৩ জনের।

    আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৪৭৫ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৬২২ জন।

    এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ৪৪৬ মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ৯৯৯ জনের।

    তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৪৯২ জন। মারা গেছে ছয় লাখ ৯৭ হাজার ৭৬২ জন মানুষ।


    আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    ফেসবুকে আমরা